কবিতাঃ আমি বিবেক আমি অন্তর!
আমি বিবেক আমি অন্তর বি এম বাতেন সিদ্দিকী ✍️ আমি সত্যের পক্ষে বজ্র কণ্ঠস্বর, আমি মিথ্যের বিরুদ্ধে কালবৈশাখী ঝড়। আমি যুগ থেকে যুগান্তর, আমি বিবেক আমি অন্তর। আমি কখনো পরাধীনতা মানি না, আমি কখনো লাইনচ্যুৎ কাউকে ডাকি না। আমি এক দুরন্ত দুর্বার, আমি যুগে যুগে ফিরে আসি বার বার। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার লক্ষ্য, আমি নিয়ে থাকি দুর্বলের পক্ষ। আমি সাগরের বুকে জল তরঙ্গ, আমি খোলা আকাশে মুক্ত বিহঙ্গ। আমি সবুজ বাহারে মেতে থাকি, আমি রংধনুর রং এ ছবি আঁকি। আমি নীতিতে পাহাড়ের মতো অনড় থাকবো, আমি মায়া মমতায় ভালোবাসার মালা গাঁথবো। আমি অলসতা ছেড়ে ঝরনার মতো ছুটবো, আমি জনে মনে জ্ঞান পিপাসা জুটাবো। আমি ধারণ করব বুকে শান্তির মহাবাণী, আমি ফিরবো যুগে যুগে হয়ে মহাজ্ঞানী। প্রেমের কবি বলে আমার এই লিখা পড়ে, যতন করিয়া আপন ভাবিয়া রাখিও হৃদয় ভরে।